রক্তাক্ত বুলেট
- ইফতিখার তালুকদার - অমর কবিতা ১৯-০৫-২০২৪

এখনও বাতাসে লাশের গন্ধ কামানের গোলার হুঙ্কার, বুলেট বৃষ্টির ঝঙ্কার , চারদিকে আর্তচিৎকার বাঁচাও বাঁচাও, আমাদের মের না আর । বুক ফেটে যায় বিষাক্ত মাইনে, যে ব্যাথা আজও লুকানো মনের গহীনে । ডানে বামে যতদূর চোখ যায় লাশ আর লাশ, এ যেন লাশের সাম্রাজ্য, পাকিস্তানি পাঞ্জাবীর বর্বরতার রাজ্য । বাঙালি বীরের জাতি, অগ্নি পরীক্ষা দিবে তবুও মাথা নোয়াবেনা, হার মানবে না । বুকে প্রতিশোধের বুলেট বিদ্ধ রক্তাক্ত বুলেট, মরে যাবো তবুও কাপুরুষদের কাছে হেরে যাব না । এখনও মুছে যায়নি মাটিতে রক্তের দাগ কানে আসে ধর্ষিতার মর্মঘাতী চিৎকার, চারদিকে মর্মভেদী হাহাকার, 25 শে মার্চের সেই দুঃস্বপ্নের কালো রাত । অনেক কষ্টে অর্জিত স্বাধীনতা, রক্তাক্ত বুলেট আজও দেয় ব্যাথা । আজও মনে পড়ে সেই সব বীরদের কথা, যারা বুকের তাজা রক্ত বিলিয়ে, মায়ের বাঁধন, মায়ার বাঁধন সবকিছু ত্যাগ করে, যাপিয়ে পড়েছিলেন এ দেশের জন্য রক্ষা করেছিলেন এই দেশ পেয়েছিলাম স্বাধীনতা । লেখক : ইফতিখার তালুকদার তারিখ : 26 মার্চ 2018 উৎসর্গ : সকল বীর মুক্তিযোদ্ধা শহীদদের

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।